বন্দুকধারীদের হামলায় লস অ্যাঞ্জেলসে নিহত ৩

বন্দুকধারীদের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের প্যানোরোমা সিটিতে তিনজন নিহত ও কমপক্ষে দুইজন আহত হয়েছেন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় এনবিসি।

শনিবার (১১ জুন) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে বলে লস অ্যাঞ্জেলস পুলিশের বরাতে রবিবার (১২ জুন) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়।

এলএপিডি জানায়, নিহতদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হামলা হতে পারে। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে এক পুরুষ ও এক নারী মারা যায়, মৃত অপরজন হামলাকারী বলে সনাক্ত করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি পুলিশ। এনবিসি ও এবিসি৭।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *