বরিশালে নারী ইন্টার্নি চিকিৎসক করোনা আক্রান্ত

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) আরও এক ইন্টার্নি চিকিৎসকসহ দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

রোববার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজর আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে নারী ইন্টার্নি চিকিৎসক বয়স (২৫)। অন্যজন সাধারণ পুরুষ তার বয়স (২৮)। তারা দুজনে বরিশাল সদরে বসবাস করেন।

রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তি‌নি জানান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত কয়েকজন চিকিৎসক সেবিকা ও স্টাফের পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হলে তাদের ওই নারী ইন্টার্নি চিকিৎসক এবং রুপাতলী এলাকার বাসিন্দার রিপোর্ট পজেটিভ আসে। তাদের হাসপাতালের করোনা ইউনিটের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুজন ব্যক্তি যে বাড়িতে বসবাস করতেন তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। এছাড়া তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *