বলিউডের হার্টথ্রব অভিনেত্রী তনুশ্রী সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে

বলিউডে এ হার্টথ্রব অভিনেত্রী তনুশ্রী দত্ত ‘আশিক বানায়া আপনে’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের মাধ্যমে বেশ প্রশংসা কুড়ায়।

সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে পাপারাৎজিদের খপ্পরে পড়েছিলেন অভিনেত্রী। এতেই ধরা পড়েছে তার চেহারার পরিবর্তন! সেই লাস্যয়ী তনুশ্রীকে এখন আর চেনাই যায় না! চেহারায় বিশাল পরিবর্তন এসেছে অভিনেত্রীর। স্পষ্টই বোঝা যায়, ওজন বেড়ে গেছে বেশ কয়েক কেজি।

২০০৪ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স’ নির্বাচিত হন বাঙালি তরুণী তনুশ্রী। তারপরেই একের পর এক সিনেমার অফার আসতে শুরু করে। ‘চকোলেট’, ‘রকিব: রাইভালস ইন লভ’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘স্পিড’ ইত্যাদি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তনুশ্রী। তবে ‘অ্যাপার্টমেন্ট’ ছবিটির পরে আড়ালে চলে যান তিনি।

সে সময়ে গুজব রটেছিল, তনুশ্রী নাকি আমেরিকা পাড়ি দিয়েছেন। আসলে সেই সময়ে আধ্যাত্মিক জগতের দিকে মনোনিবেশ করেছিলেন তনুশ্রী। কোয়ম্বত্তূরের কাছে এক আশ্রমে দিন কাটত অভিনেত্রীর। লাদাখে একটি মনাস্ট্রিতেও বেশ কিছুদিন ছিলেন তিনি। বোন ইশিতা দত্তের বিয়েতেও দেখা যায়নি তনুশ্রীকে।

এখন আমেরিকাতেই থাকেন তনুশ্রী। খুব সম্প্রতি ব্যক্তিগত প্রয়োজনেই ঝটিকা সফরে মুম্বাই এসেছিলেন। আর সেখানেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *