বলিউড রূপসী ও মুডি কন্যা নার্গিস ফাখরি

বলিউড রূপসী ও মুডি কন্যা নার্গিস ফাখরি। সেই ২০১১ সালে ‘রকস্টার’ ছবি দিয়ে যাত্রা শুরু করে টানা প্রায় পাঁচ বছর বলিউডে কাজ করে চলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মানো সত্ত্বেও বলিউডে নিজের আসন অনেকটাই শক্ত করে নিয়েছেন তিনি।

বাবা মহাম্মদ এ ফাখরি পাকিস্তানি ছিলেন। ফলে এশিয়ান দেশগুলোর প্রতি তার দুর্বলতা রয়েছে। যে কারণে পাকিস্তান, ভারত আর হিন্দি ছবি তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। আকর্ষণ থেকেই বলিউডে চলে আসা।

নার্গিস ফাখরি বলেন, ছোটবেলা থেকেই আমি স্বাধীন আর স্বনির্ভর হয়ে বাঁচতে শিখেছি। তাই আমার লাইফস্টাইল বা অ্যাটিটিউডকে বাইরে থেকে ওভার কনফিডেন্ট বলে মনে হয়। তিনি আরও বলেন, আমি কোনো বিবাহিত বা এনগেজড পুরুষের প্রেমে কখনই পড়তে পারব না। আমার বয়স প্রায় ছত্রিশ আমি এখনো সিঙ্গেল। অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিব।

উদয় চোপড়ার সঙ্গে প্রেম কিংবা বিয়ের প্রসঙ্গ উঠতেই বেশ কায়দা করে সেটাকে এড়িয়ে জান নার্গিস ফাখরি।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *