বাঁশখালীর গন্ডামারায় শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না

আজ শনিবার বিকালে চট্টগ্রামের বোয়ালখালীতে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের আগে স্থানীয় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে স্থানীয় লোকজনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না ।

তিনি বলেন, যদি শান্তিপূর্ণ কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টি হয়, যদি জানমালের নিরাপত্তার বিঘ্ন ঘটে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রোটেকশন দেব। সংঘটিত সহিংসতা কারও প্ররোচনায় হয়ে থাকলে, পেছন থেকে কেউ পানি ঘোলা করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *