বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উদাহরণ

আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মাজার মসজিদে হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি (রহ.)-এর উরসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ভিন্নমতের কারণে যদি মানুষকে হত্যা করতে হয়, তাহলে পৃথিবী মানুষের বাসযোগ্য থাকবে না। তবে উগ্র মতাদর্শ আমি সমর্থন করি না, তেমনি অন্যদেরও তা সমর্থন করতে বারণ করি। বিশ্বে যেখানে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেখানে সন্ত্রাস ব্যাপক আকার ধারণ করছে। দেশে হানাহানি ও যুদ্ধবিগ্রহ চলছে। নিরীহ মানুষের রক্ত ঝরছে। যেখানে আন্তধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বিনষ্ট হচ্ছে। রাজনৈতিক ও ধর্মীয় মতপার্থক্য এবং আচরণের ভিন্নতা সহ্য করা হচ্ছে না। সেখানে এই মহামানবগণের অনুপম আদর্শ ও সার্বজনীন শিক্ষা অনুসরণই বহু প্রত্যাশিত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে। এটা অস্বীকার করার সুযোগ নেই, অন্য দেশের তুলনায় বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উদাহরণ। অন্য ধর্মাবলম্বীরাও এখানে নিষ্ঠার সঙ্গে তাদের ধর্ম-কর্ম পালন করছে। এটি এ দেশের ঐতিহ্য ও গর্ব।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি নুরুজ্জামান, মাজার কমিটির সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রমুখ।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *