বাংলাদেশ নিরাপত্তার দিক থেকে আমেরিকার থেকে এগিয়ে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ নিরাপত্তার দিক থেকে আমেরিকার থেকে এগিয়ে রয়েছে। আমেরিকায় একদিনে যে খুন হয় বাংলাদেশে তা একমাসেও হয় না। তিনি আজ শনিবার বিকালে শরীয়তপুর ষ্টেডিয়াম মাঠে জেলা কমিউনিটি পুলিশিং ও জেলা পুলিশের উদ্যোগে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০১৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ জনতা কাছাকাছি আসতে পেরেছে। এতেই প্রমান করে পুলিশ ভাল কাজ করছে। পুলিশ আগের অবস্থায় নেই। ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ কাজ করছে। এ জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ দেশের মানুষ জঙ্গীবাদ ও সন্ত্রাস পছন্দ করে না। এ জন্য আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে পেরেছি। জনগনকে উদেশ্য করে কামাল বলেন, আপনারা জঙ্গী ও সন্ত্রাস দমনে পুলিশকে সহায়তা করুন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মডেল হিসেবে কাজ করছেন। তাই শেখ হাসিনা বিশ্বের মধ্যে একক সিদ্ধান্তের জন্য ৪ নম্বর নেতা হিসেবে উপাধি পেয়েছেন। তার নেতৃত্বে এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে। তার বিকল্প কেউ নেই।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুলিশের মহা পরিদর্শক একেএম শহীদুল হক।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *