বাগদাদে পৃথক তিনটি বোমা হামলায় নিহত ৭২ আহত শতাধিক

ইরাকের রাজধানী বাগদাদে পৃথক তিনটি বোমা হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার বাগদাদের শিয়া অধ্যুষিত আল-শাব জেলায় একটি আত্মঘাতী বোমা হামলায় ৩৬ জন নিহত হন। আহত হন ৭৫ জনের বেশি মানুষ।

বাগদাদের দক্ষিণাঞ্চলীয় আল-রাশিদ এলাকায় আরেকটি গাড়িবোমা হামলায় ১৬ জন নিহত ও ২২ জন আহত হন। এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে দাবি করেছেন ইরাকের সেনাবাহিনীর একজন মুখপাত্র। সদর শহরে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হন। আহত হন আরো ১৭ জন।

আল-শাব এলাকায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আবু খাত্তাব আল-ইরাকি নামের এক সদস্য এ হামলা চালিয়েছে। তবে সদর ও আল-রাশিদ এলাকায় হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *