শনিবার বাগদাদের একটি পুলিশ চেকপোস্ট, রেস্তোরাঁ ও দুটি মার্কেটে পৃথক বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।
আল জাজিরা জানায়, রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরে টারমিয়া চেকপোস্টে আত্মঘাতী হামলায় ৯ জন নিহত এবং ১৫ জন আহত হন। নিহতদের মধ্যে ৩ জন সেনা সদস্য। বাগদাদের দুটি মার্কেটে পৃথক বোমা হামলায় ৬ জন নিহত হন। এছাড়া বাগদাদের একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে ২ জন নিহত হন। এসব ঘটনায় আহত হন অন্তত ২৩ জন।