ইরাকের বাগদাদে পৃথক বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। শনিবার বাগদাদের একটি পুলিশ চেকপোস্ট ও রেস্তোরাঁ ও দুটি মার্কেটে এ ঘটনা ঘটে। আল-জাজিরা জানায়, রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরে টারমিয়া চেকপোস্টে আত্মঘাতী হামলায় ৮ জন নিহত এবং ১৫ জন আহত হন। নিহতদের মধ্যে ৩ জন সেনা সদস্য। এদিকে, বাগদাদের দুটি মার্কেটে পৃথক বোমা হামলায় ৫ জন নিহত হয়। এছাড়া বাগদাদের একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে ২ জন নিহত হন। এসব ঘটনায় আহত হয় অন্তত ২৫ জন।
Check Also
সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান
বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …