বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, এই ঘাটতি বাজেটে মেগা প্রকল্পের নামে বিশাল অংকের বরাদ্দ রাখা হয়েছে। পরবর্তিতে সুকৌশলে দফায় দফায় এই প্রকল্পগুলোর খরচ আরো বৃদ্ধি করা হবে। উন্নয়নের নামে এই মেগা প্রকল্পের বরাদ্দ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হবে। বাজেটে মন্ত্রী, এমপি ও সরকারি দলের নেতাকর্মীদের জন্য দুর্নীতি ও লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে নগরীর পাহাড়তলী পাঞ্জাবী লেইন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাহাড়তলী থানা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে সম্পর্কে এ কথা বলেন।
পাহাড়তলী থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিয়াজুল ইসলামের অকাল মৃত্যুতে পাহাড়তলী থানা বিএনপি ও রিয়াজ স্মৃতি সংসদ যৌথভাবে এ স্মরণ সভার আয়োজন করে।