মঙ্গলবার রাতে ডেমরা স্টাফ কোয়াটার থেকে রাজধানীর বাড্ডা ওয়ার্ড কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইমনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। বাড্ডায় এক কিশোরী রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ এবং আরেক কিশোরীকে শ্লীলতাহানী করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে গণধর্ষণের শিকার কিশোরীর পরিবার। মঙ্গলবার রাতে আসামি অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আরো দুজন পলাতক আছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
রোববার রাতে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তাদের এক জনের বয়স (১৩) বছর। অন্যজন সপ্তম শ্রেণির ছাত্রী।
শনিবার রাতে বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় দুই বান্ধবী বাসা ফেরার সময় তিন যুবক তাদেরকে তুলে নিয়ে যায়। পরে একজন গণধর্ষণ এবং আরেকজনকে শ্লীলতাহানি করে ওই তিন যুবক।