বেনাপোল সীমান্তে ২০ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক যুবকদের নাম জানা যায়নি। তবে তারা ঢাকা, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ২০ বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করে।