বাড্ডা ও মহাখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, লাইসেন্স পরীক্ষা করছে

বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে পঞ্চম দিনের মতো রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বাড্ডার থেকে আবুল হোটেল, নতুনবাজার, মহাখালী ও গুলশান-২ সড়কে নেমে এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজও শিক্ষার্থীরা গাড়ির ফিটনেস ও লাইসেন্স পরীক্ষা করছেন। যেসব গাড়ির কাগজপত্র ঠিক রয়েছে, সেগুলো ছেড়ে দিচ্ছেন। বাকিগুলো আটকে দেয়া হচ্ছে।

এ ব্যাপারে নাম প্রকাশ না করে মহাখালীতে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, পাঁচ-সাতটা কলেজের শিক্ষার্থীরা নতুনবাজারের দুই পাশে বিক্ষোভ করছেন। তারা ভাঙচুরের চেষ্টা করেছিল, কিন্তু আমরা থামিয়ে রেখেছি। এখন তারা গাড়ির লাইসেন্স পরীক্ষা করছেন।

শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু আজও স্কুল পোশাক ও ব্যাজ পরা শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন।

এ কারণে সড়কে খুবই কম গাড়ির দেখা মিলছে। এতে যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। নিরুপায় হয়েও অনেকে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *