বারাক ওবামা পতিতার সন্তান ‘ফিলিপাইন রাষ্ট্রপতি’

মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা পতিতার সন্তান। প্রকাশ্যে সংবাদ সম্মলনে এই মন্তব্য করলেন ফিলিপাইনের রাষ্ট্রপতি রড্রিগো দুতার্তে।

সোমবার মানবাধিকার সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই মন্তব্যটি করেছেন তিনি। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের বড়ভাইসুলভ আচরণ তার দেশ মেনে নেবে না।

গত দুই মাসে ফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রশ্ন তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আজ মঙ্গলবার লাওস সম্মেলনে মুখোমুখি হওয়ার কথা ছিল আমেরিকা এবং ফিলিপাইনের রাষ্ট্রপ্রধানের।

সংবাদ সম্মেলনে রড্রিগো বারাক ওবামার উদ্দেশ্যে বলেছেন, আপনি অবশ্যই সম্মানীয় ব্যক্তি। তাই বলে কখনই অবান্তর প্রশ্ন বা মন্তব্য করতে পারেন না।

এরপরেই তিনি ওবামাকে উদ্দেশ্য করে বলেছেন, পতিতার সন্তান, আমি তোমায় লাওস সম্মেলন থেকেও অভিশাপ দেবো।
তোমার শ্রদ্ধাশীল হওয়া উচিত। শুধু প্রশ্ন আর মন্তব্য ছুড়ে দিলেই হয় না। বৈঠকে আমি তোমায় গালিগালাজ করব গণিকার সন্তান। তোমরা এমন আচরণ করলে আমরা কিন্তু শুয়োরের মতো কাদা ঘাঁটতে বাধ্য হবো।

তিনি বলেন, কিভাবে আমরা মাদকমুক্ত হব, তা আমরাই ঠিক করব। আমার আশা, তা কড়া হাতেই দমন করা হবে। আরো মানুষ মরবে। যতক্ষণ দেশে একটিও মাদক পাচারকারী বেঁচে থাকবে, একজন মাদক প্রস্তুতকারক টিকে থাকবে, আমি থামব না।

উক্ত ঘটনার জেরে রড্রিগোর সঙ্গে বৈঠক ওবামার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *