গত বছর ‘বাহুবলি’ ছবিটি মুক্তির পর বেশ সাড়া ফেলেছি। সারাবিশ্বের ছবিটি ৬০০ কোটি রুপি করেছে। এবার এর সিক্যুয়াল তৈরি হয়েছে। প্রথম ছবির ব্যবসা সফল হওয়ায় বোধহয় সিক্যুয়াল নিয়ে চলছে বড় আয়োজন।
একটি সূত্র জানিয়েছে, রামোজি ফিল্ম সিটিতে সোমবার থেকে শুরু হয়েছে ‘বাহুবলি ২’র ক্লাইম্যাক্সের শুটিং কাজ। ১০ সপ্তাহ ধরে চলবে এর শুটিং। তার আগে বেশ কয়েকমাস ধরে রিহার্সাল করেছেন এর কলাকুশলীরা।
এই ক্লাইম্যাক্সের দৃশ্য ধারণে নাকি খরচ হবে ৩০ কোটি রুপি! একটি সূত্র জানিয়েছে, ‘বাহুবলি’র ক্লাইম্যাক্সের দৃশ্যধারণে ১৫ কোটি রুপি খরচ হয়েছিল। মানুষ যুদ্ধের দৃশ্য পছন্দ করেছিল। তাই সিক্যুয়ালটি জন্য নির্মাতার আরো বেশি ব্যাপক ও ভাল করতে চাচ্ছে। আর এজন্য তারা আরো বেশি খরচের সিদ্ধান্ত নিয়েছেন।