বৈশাখ যেন একটু ব্যতিক্রম। চিরায়ত বর্ষবরণের দৃশ্য এবার একদম নেই। মরণব্যাধী করোনাভাইরাস যেন কেড়ে নিয়েছে বৈশাখের সবটুকু রঙ। বাধ্য হয়েই সবাইকে ঘরে থাকতে হচ্ছে। এ পরিস্থিতিতে ঘরবন্দি থেকেই এক ভিডিও বার্তায় বৈশাখ নিয়ে কথা বললেন জয়া আহসান।
অভিনেত্রী জয়া আহসান বলেন, এবার সেই সুযোগটা নেই। কারণ করোনা ভাইরাসের কঠিন বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। পথে ঘাটে যে নির্জনতা, এটা আমাদের জন্যই। আমরা যদি নিজেদের নিরাপদে রাখতে পারি তাহলেই পাশের মানুষটি, বাড়ির মানুষটি, কমিউনিটির মানুষ সকলকে নিরাপদে রাখতে পারবো। আমরা কত বিভৎসতা, মহামারি, যুদ্ধ পাড়ি দিয়ে এসেছি, আমি নিশ্চিত এবারও পারবো। করোনায় বাস্তবতা সত্য। কিন্তু বৈশাখ সেও তো সত্য। করোনা এসেছে উৎকণ্ঠা, আর বৈশাখ আমাদের দেয় নতুন ভবিষ্যতের প্রত্যাশা। সব বিভেদ ভুলে সবাইকে এক হতে বলে।
ঘরে বসে সবাইকে বৈশাখের আনন্দ উদযাপনের কথা বলেন জয়া। ভিডিও বার্তায় তিনি বলেন, ঘরবন্দি বলে আমরা বৈশাখের ডাকে সাড়া দেবনা তা তো হয় না নিশ্চয়ই দেব। সমস্ত উৎকণ্ঠা মাড়িয়ে চলুন আমরা আমাদের মতো করে বৈশাখ উদযাপন করি। বাড়িতে বসে যা করা সম্ভব আমরা তাই করবো।