বায়তুল মোকাররমে নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আজ বুধবার জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। পরে অনেককেই বিজয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করতে দেখা যায়।

জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেট ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ করা যায়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানাজা শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উচ্চস্বরে কালিমা পড়তে পড়তে মসজিদের বিভিন্ন তলা থেকে বের হয়ে আসেন। অনেক নেতাকর্মীকেই কাঁদতে দেখা যায়। অনেকেই এ সময় বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। এ সময় দু-একজন নেতাকর্মী স্লোগান দেওয়ার চেষ্টা করলে অন্যরা থামিয়ে দেন। অনেকেই উচ্চস্বরে বলতে থাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ন্যায়বিচার আল্লাহ একদিন অবশ্যই করবেন।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *