বিকেল ৫টার মধ্যে পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ করার নির্দেশ

বাংলা বর্ষবরণের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

প্রতিবছর ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এসব অনুষ্ঠানে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিকেল ৫টার পর রাজধানীসহ সারা দেশে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হবে।

তিনি আরও বলেন পয়লা বৈশাখে সন্ধ্যা ৬টার পর রমনার বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যানসহ সব পাবলিক প্লেস খালি করা হবে। সারা দেশে বৈশাখের অনুষ্ঠান সিসি ক্যামেরার আওতায় থাকবে।

About স্টাফ রিপোর্টার

Check Also

শুধু এসএসসি, এইচএসসি ও পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে যাবে

করোনা মহামারির মধ্যে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *