বিমানবন্দরে সালমান-ক্যাটরিনা

মুকেশ আম্বানি ও নিতা আম্বানির মেয়ে ইশা আম্বানির সঙ্গে বিয়ে হচ্ছে আরেক ধনকুবেরের সন্তান আনন্দ পরিমলের। বলিউডের জনপ্রিয় তারকা সুপারস্টার সালমান খান, শাহরুখ থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটারিনা কাইফসহ ক্রীড়াঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন।

রাজস্থানের উদয়পুরের অনুষ্ঠানে নবদম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে নাচতে দেখা যায়। তারকাযুগল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ছিল সেখানে। যোগ দিয়েছিলেন আমির খান, কিরণ রাও, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, করণ জোহর, রেখা, সিদ্ধার্থ মালহোত্রা, জুহি চাওলা, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বনি কাপুর, সিদ্ধার্থ রায় কাপুর, বিদ্যা বালানসহ অনেকেই।

ইশা আম্বানি ও আনন্দ পরিমলের সংগীতানুষ্ঠান শেষে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সালমান পরেছিলেন লাল-কালো রঙের জ্যাকেট ও জিন্স প্যান্ট। আর ক্যাটরিনা পরেছিলেন লং কামিজ।

গুঞ্জন আছে, একসময় তাঁদের প্রেম ছিল। সেটি টেকেনি। তবে বন্ধুত্ব ও পারস্পরিক সাহচর্য থেকে কখনো সরে যাননি তাঁরা।

সালমান খান ও ক্যাটরিনা কাইফ বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধেছেন। সব ছবিই বক্স অফিসে হিট করেছে। ‘ম্যায়নে পিয়ার কিঁয়্যু কিয়া’, ‘পার্টনার’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’। সব ছবিই ব্লকবাস্টার হয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *