বিমান বন্দরে সেই অভিজ্ঞতা শেয়ার করলেন ‘নীনা গুপ্তা’

বিমানবন্দর থেকে নিজের একটি ছবি পোস্ট করে নীনা লেখেন, ‘যখন তিন বার কেউ আইডি দেখতে চান, তখন বুঝে নিতে হবে যে তুমি এখনও সফল এবং নামী হয়ে উঠতে পারোনি।’ সাদা সালওয়ার, নীল কুর্তা আর ডেনিম জ্যাকেটে ক্যাশুয়াল লুকেই এদিন বিমানবন্দর পৌঁছেছিলেন নীনা গুপ্তা।

সেলেব্রিটি হলেই যে সবাই চিনবে এমনটা বোধহয় আর হলফ করে বলা যায় না। বিদেশের মাটিতে বিশেষ করে আমেরিকার বিমানবন্দরে বহুবার আটকানো হয়েছে শাহরুখ খানকে। কিন্তু এবার দেশের মাটিতে এমন অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেত্রী নীনা গুপ্তা। ইনস্টাগ্রামে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি।

এমন অভিজ্ঞতা হওয়ার অবশ্য অন্য কারণ খুঁজে পেয়েছেন তাঁর ভক্তরা। তাঁদের মতে পাসপোর্ট বা অন্য আইডি কার্ডের ছবিতে একজনকে বয়সে অনেকটাই কম লাগে। কিন্তু তাঁর ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। তাই কর্তব্যরত কর্মীদের এতবার চেক করতে হয়েছে। কেউ কেউ আবার তাঁর নতুন লুকের প্রশংসা করে বলেছেন, নতুন হেয়ারস্টাইলে একেবারেই চেনা যাচ্ছে না তাঁকে। তাই হয়তো এমন অভিজ্ঞতা হয়েছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *