বিয়ের পরে বস্ত্রহরণ যে দেশে খেলা

বৈবাহিক সম্পর্কের দিক দিয়ে তারা অনেকটাই খোলা মনের। তা আরও ভালো করে বোঝা গেল যখন বিয়ের পরে স্বামীর সামনেই নতুন বউয়ের বস্ত্র খোলার চেষ্টা করতে থাকল স্বামীর আত্মিয়রা।

এটা কোন প্রকারের শ্লীলতাহানি বা ধর্ষণের চেষ্টা নয়, চীনা নিয়মে বিয়ের পরে দম্পতির সঙ্গে এটা এক প্রকারের খেলা। এমনই একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পরেছে সোশ্যাল সাইটে। সেখানে দেখা যাচ্ছে নিজেদের ঘরে বিছানায় অন্তর্বাস পরে বসে রয়েছে নয়া দম্পতি। এক মিনিটের এই ভিডিওটি প্রকাশিত হয়েছে চীনা ভিডিও শেয়ারিং সাইট মিয়াওপাইতে।

জানা গেছে, নয়া বিবাহিত দম্পতি চীনের হেনান প্রদেশের বাসিন্দা। দেখা যাচ্ছে তাদের লাল রঙের বিবাহ পোষাকে নিজেদের ঢাকার চেষ্টা করছেন দুইজন। অজ্ঞাত পরিচয়ের ওই অতিথিদের দেখা গেছে জোরপূর্বক নয়া বিবাহিত কনের অন্তর্বাস খোলার চেষ্টা করতেও। যদিও পরিস্থিতি এতটাই অস্বাচ্ছন্দ্যকর হয়ে উঠেছিল যে কনে আর থাকতে না পেরে প্রতিবাদ করে। এরপর শেষ হয় সেই খেলা।

 

About স্টাফ রিপোর্টার

Check Also

স্বেচ্ছায় করোনাভাইরাস প্রবেশ করিয়েছেন জার্মানির মেয়র

জার্মানির মেয়র স্টিফান ভন ড্যাসেল (৫৩) স্বেচ্ছায় নিজের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাস প্রবেশ করিয়েছেন। মেয়র জানিয়েছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *