বিরল একটি রোগ শনাক্ত হয়েছে!

বাংলাদেশে নতুন এবং বিরল একটি রোগ শনাক্ত হয়েছে। নতুন এই রোগের নাম “মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম”। আর এই রোগে আক্রান্ত হয় শূণ্য থেকে ২১ বছরের বয়সীরা। এই রোগ করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত। দেশে দুই শিশু এই রোগে আক্রান্ত হবার পর সুস্থ হয়েছেন। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়ে চিকিৎসার পর এই রোগ থেকে সুস্থ হবার সম্ভাবনা বেশি বলে জানালেন চিকিৎসকরা।

এ বছর ২৬ এপ্রিল প্রথম যুক্তরাজ্যে রোগটি ধরা পরে। এরপর দেখা যায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারতেও। বাংলাদেশেও প্রথম শনাক্ত হয় ১৫ মে। বেসরকারি হাসপাতালে ৩ মাস বয়সী শিশুর শরীরে যা ধরা পরে। একই হাসপাতালে ২ বছর ২ মাস বয়সী আরেক শিশুর শরীরেও এই রোগের উপস্থিতি পাওয়া যায়। যদিও চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তারা।

রোগটিতে আক্রান্ত হলে শিশুদের শরীরে বিভিন্ন অঙ্গ সংক্রমিত হয়। ফলে এম আই এস এ আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দরকার চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ।

আর শিশুরা যাতে এই রোগে আক্রান্ত না হন সেজন্য অভিভাবকদের সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বিরল এইসব রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্তের জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *