বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের তালিকায় ‘ইভানকার’ নাম

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিম ইয়ং কিম। এরইমধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হবেন পরবর্তী প্রধান। সেই সম্ভাব্য তালিকায় আছে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকার নাম।

গত সোমবার মেয়াদ শেষ হওয়ার আগেই হঠাৎ সংস্থাটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জিম ইয়ং কিম। তিনি তাঁর দ্বিতীয় মেয়াদে তিন বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আগামী মাসের শুরুতে নতুন প্রধানের পদে মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে পরবর্তী প্রধানের নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক বোর্ড।

২০১৭ সালে সৌদি-প্রদত্ত নারী উদ্যোক্তাদের সহায়তায় বিশ্বব্যাংকের এক বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন ইভানকা।

ইভানকার নাম প্রকাশের পর এ নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটর টেড লিউ তীর্যক মন্তব্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কেউ বিশ্বব্যাংকের প্রধান হতে পারেন। তবে সবচেয়ে যোগ্য হলেন দেশের প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প, যিনি কি না নিজের ফ্যাশন হাউজটিও চালাতে পারেননি।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *