বিশ্বের প্রথম যাত্রীবাহী ড্রোন হেলিকপ্টার

প্রথম যাত্রী নিয়ে আকাশে উড়লো ড্রোন হেলিকপ্টার। এই ড্রোনটির নাম ‘ভোলোকপ্টার ভিসি ২০০’। বিশালাকার এই ড্রোনটি ই-ভোলো কোম্পানির প্রথম ড্রোন হেলিকপ্টার। ড্রোনটির প্রথম উড্ডয়নে আরোহী ছিলেন, ই-ভোলো কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সজেন্ডার জেসেল। ভোলোকপ্টারটিতে ১৮ টি পৃথক রোটর আছে। জয়স্টিকের সাহায্যে ড্রোনটি নিয়ন্ত্রণ করা হয়। এতে উচ্চতা নিয়ন্ত্রণের জন্যও বাটন আছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার জোসেল বলেন, আপনি জয়স্টিকে হাত রেখে ড্রোনটি নিয়ে যেথায় খুশি সেথায় যেতে পারবেন। এটি আপনাকে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে।
ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে অবতরণ করা যায়। এজন্য এতে বাটন আছে। এই বাটন চেপে দিলে ড্রোনটি পাইলটের সাহায্য ছাড়াই নিজে নিজে ভূমিতে নেমে আসবে।

About স্টাফ রিপোর্টার

Check Also

মেসেঞ্জারে নতুন বছরের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *