বিস্ফোরকসহ জেএমবির তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধঘোষিত জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০ কেজি বিস্ফোরক ও সরঞ্জাম জব্দ করেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন রাশেদুর রহমান সুমন (২৫), শহীদুল ইসলাম (২৪) ও মো. বাবু হাওলাদার (৩০)।

গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি জেএমবির সক্রিয় সদস্য। ঢাকা ও এর আশপাশে ডাকাতি করে সংগঠনের কাজে অর্থ ব্যবহার করতেন। আর ডাকাতির সময় বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির কাজে ব্যবহারের জন্য তাঁরা বিস্ফোরক দ্রব্যগুলো সংগ্রহ করেছিলেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *