ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন সৌম্য। জানা গেছে, ২৭ শে ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন সৌম্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার।
এ কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সৌম্যকে বাদ দিয়ে ১৪ অথবা ১৫ই ফেব্রুয়ারি টেস্ট দল ঘোষণা করবে বিসিবি। সৌম্যর বদলে একজনকে নেয়া হবে কিনা তা নিশ্চিত করেনি বিসিবি। ঘরের মাঠে সিরিজ হওয়ায় যেকোন সময় স্কোয়াডে নতুন খেলোয়াড় নেয়ার সুযোগ থাকায় ১৩ জনের টেস্ট দল দেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২শে ফেব্রুয়ারি মাঠে গড়াবে সিরিজের একমাত্র টেস্ট।