বিয়ের সাজে ‘ইয়ামি গৌতম’

বড় পর্দায় ছোট্ট রোলে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন ইয়ামি গৌতম।

ইয়ামিকে আগামীদিনে দেখা যাবে রোম্যান্টিক কমেডি ছবি Ginny Weds Sunny-তে। ছবিতে তাঁকে দেখা যাবে বিক্রান্ত মাসে-র বিপরীতে। সম্প্রতি সামনে এসেছে ইয়ামি গৌতমের লেহঙ্গা পরা একটি ছবি। Ginny Weds Sunny-র একটি দৃশ্যে এই সাজেই পাওয়া যাবে ইয়ামি গৌতমকে।

জিনির বিয়ের সম্বন্ধ ঠিক হয় সানির সঙ্গে। কিন্তু সানিকে এককথায় খারিজ করে দেয় জিনি। এরপর জিনির মায়ের সঙ্গে হাত মিলিয়ে কীভাবে তার মন জয় করে সানি, তারই গল্প দেখা যাবে বড় পর্দায়।

যেহেতু আর পাঁচজন কনের মতো নয় জিনি, তাই তার বিয়ের লেহেঙ্গা লাল করতে চাননি পরিচালক পুনীত খন্না। অনেক চিন্তাভাবনা, আলাপ-আলোচনা শেষে পান্না সবুজ রংই বেছে নেওয়া হয় ইয়ামির জন্যে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *