বৃষ্টির রেশ থাকবে কালও

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ এবং ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় অবস্থান করছে। এর প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকে সারা দেশেই বৃষ্টি ঝরছে। সারা দেশে ছোট ছোট নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যহত হচ্ছে ফেরি চলাচলও।

আজ সকালে আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আজ শনিবার সারাদিনই তা অব্যাহত থাকবে।কাল রোববারও এর রেশ থেকে যাবে।

নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উপকূল তীরবর্তী অঞ্চল এক থেকে দুই ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া কার্যালয়। এর কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃষ্টির এই ধারা আজ সারাদিনই অব্যাহত থাকবে। রাত থেকে হয়তো একটু কমতে পারে। কাল রোববার সকাল থেকে দিনের আবহাওয়ার একটু উন্নতি হলেও বৃষ্টিপাতের রেশ থাকবে। কারণ, আবহাওয়া পরিস্থিতি উন্নত হলেও সেটি একটু সময় লাগে।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *