বেঁচে গেলেন শাহরুখ-সালমান!

এ যাত্রায় বেঁচে গেলেন দুই খানই। শাহরুখ ও সালমানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর করা মামলা খারিজ করে দিলেন দিল্লির নগর দায়রা আদালত।

বিগ বস-৯ এর সেটে মন্দিরের মধ্যে জুতা পরে ঢুকেছিলেন শাহরুখ ও সালমান খান। আর এতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

বিচারক এফআইআরের মামলা খারিজ করলেও অভিযোগকারীকে তার আভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ আদালতে পেশ করার অনুমতি দিয়েছেন।

আসলে, বিগ বস-৯ এর পরিচালক ভেবেছিলেন শাহরুখ-সালমান যেহেতু বহুদিন পর একসঙ্গে কোন অনুষ্ঠানে একই ফ্রেমে আসছেন তাই তাদের একটা কালী মন্দিরে মিলন ঘটাতে। ঠিক যেরকম হয়েছিল, তাঁদের অভিনীত ছবি ‘করণ-আর্জুন’-এ তাঁদের পুনর্জন্মের পরে।

পুলিশ জানিয়েছে, গোটা ব্যাপারটা কোন ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিপ্রায় নিয়ে করা হয়নি। এটাছিল কেবলই বিনোদনের উদ্দেশ্যে এবং শুটিংটাও কোন মন্দিরে হয়নি, হয়েছিল স্টুডিওর সেটে তৈরী নকল মন্দিরে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *