বেডরুমে বৌদি মোনালিসা ও ননদিনি

এবার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র বৌদি মোনালিসা ননদিনির সঙ্গে উষ্ণতায় মোড়া ছবি শেয়ার করলেন। ননদ-বউদির সম্পর্ক যে বেশ ভালো তা প্রায়শই বলেন তিনি। ক্রপ টপ আর সটসে দুজনেই বেডরুমে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলেন। আর সেই দুর্দান্ত মুহূর্তকেই ক্যামেরাবন্দী করলেন বৌদি।

রিয়া আর মোনালিসা দুজনেই যে আগুন ছড়াচ্ছেন তা বলাই বাহুল্য। তবে আসল ঘটনা হল বৃহস্পতিবার ছিল রিয়ার জন্মদিন। আর জন্মদিনেই কিউট রায়বাঘিনীকে এই ছবিতেই শুভেচ্ছা জানালেন তিনি। ননদই যে তাঁর প্রিয় বন্ধু একথাও জানাতে ভোলেননি মোনালিসা।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *