বৈশাখের অনুষ্ঠানে ব্যাগ না নিতে অনুরোধ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পয়লা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে ব্যাগ বহন না করার অনুরোধ জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা বটমূল ও আশপাশের এলাকায় বৈশাখী অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে মন্ত্রী এই অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মন্ত্রী মোটরসাইকেল আরোহীদের অন্য কাউকে পেছনে না নিতে অনুরোধ করেছেন।

পয়লা বৈশাখকে ঘিরে কড়া নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পুরো এলাকা থাকবে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায়।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *