হাটহাজারীতে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের ঘটনায় করা সন্ত্রাস দমন আইনের মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ ৩৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে র্যাব।
রোববার বেলা সোয়া ১২টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মশিয়ার রহমানের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৭ এর সহকারী পরিচালক রুহুল আমীন।
অভিযোগপত্রে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে। আইনজীবী লিটন ও বাপন জামিনে আছেন। অভিযোগপত্রে ৮৩ জনকে সাক্ষী করা হয়েছে।
বাঁশখালীর পাহাড় থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের আরেকটি মামলার অভিযোগপত্রে বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, দুই আইনজীবী অ্যাডভোকেট হাসানুজ্জামান ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরীসহ ২৮ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে র্যাব।