ব্রিটেনকে দেখে একটু শিখুন, খালেদা জিয়া

আজ সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ব্রিটেনকে দেখে একটু শিখুন। জনগণ চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সে নির্বাচনে জন্য ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অবাধ, সুষ্ঠু নির্বাচন হোক। এ নির্বাচনে যারাই নির্বাচত হবে তাদেরই মেনে নিতে হবে। কিন্তু গায়ের জোরে সবকিছু চালানো যায় না।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, এ আওয়ামী লীগ সকলকে দেওয়া কথারই বরখেলাপ করেছে। এরা কারো কথার ধার ধারে না। এরা মনে করে এরা জোর করে ক্ষমতায় এসেছে জোর করেই সবকিছু চালিয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা অধ্যাপক ছদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকউপ উপচার্য আ ফ ম ইউসুফ হায়দার।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *