স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভ্যাকসিন না আসা পর্যন্ত বয়স্কদের সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের বাডবাউর বৃহৎ আড়তের নতুন স্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় যারা মারা গেছেন তার মধ্যে ৮০ থেকে ৯০ ভাগ বয়স্ক। তাই সকলকেই মাস্ক পরার জন্য আহবান জানান তিনি।