ভাঙা হৃদয় নিয়েই দেখব তোমার শেষ ছবি

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ তবে এই প্রেমের কাব্য ছিল একেবারেই গুঞ্জন, তা প্রমাণ পাওয়া গিয়েছিল পরেই ৷ কিন্তু কৃতির সঙ্গে সুশান্তের প্রেম জমুক না জমুক, বন্ধুত্ব যে ভালোই হয়েছিল, তা বার বার কৃতি ও সুশান্ত দু’জনেই স্বীকার করেছিলেন ৷ সেই বন্ধুত্বের জায়গা থেকেই আজ মন উজার করে নিজের ভালোবাসার কথা জানিয়ে দিলেন কৃতি ৷ সুশান্তের শেষ ছবি দিল বেচারার ট্রেলার শেয়ার করে কৃতি লিখলেন তাঁর মনের ব্যথার কথা ৷

কৃতি তাঁর পোস্টে লিখলেন, ‘হৃদয় ভেঙে যাবে তোমার শেষ ছবি দেখতে ৷ কিন্তু না দেখে কোথায় যাব!’

জনপ্রিয় উপন্যাস ও একই নামের হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ৷ সুশান্তের বিপরীতে রয়েছেন নতুন নায়িকা সঞ্জনা সাংভি ৷ পরিচালক মুকেশ ছাবড়া এই ছবিতে দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন ৷ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে ছবির মুক্তি বড়পর্দায় না হয়ে ২৪ জুলাই হটস্টার-ডিজনিতেই মুক্তি পেতে চলেছে ৷

 

 

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *