নিউক্লিয়ার সাপলায়ার্স গ্রুপ তথা এনএসজি অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে চীনের কাছে ধাক্কা খেল ভারত। চিী জানিয়েছে, সিওলে শুরু হওয়া বার্ষিক সম্মেলনে ভারতের এনএসজি-তে অন্তর্ভুক্তির ইস্যুটি আলোচ্য নয়। যদিও চীনের এই বক্তব্যে আমল দিচ্ছে না নয়াদিল্লি।
এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তিতে চীন যে সায় দেবে, সে বিষয়ে ইতিমধ্যেই আশা প্রকাশ করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এমনকি, চীনের সমর্থন আদায় করতে বেইজিংয়ে পাঠানো হয় পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করকে। কিন্তু, তার ঘোষিত নীতিতে অটল থাকে। দক্ষিণ কোরিয়ার সিউলে শুরু হয়েছে গোষ্ঠীর পাঁচদিন-ব্যাপী বার্ষিক প্লেনারি। তার আগে এদিন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনউইং জানিয়ে দেন, সম্মেলনের অ্যাজেন্ডায় ভারতের ইস্যুটি স্থান পায়নি।
গতকালই, সুষমা বলেছিলেন, ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে না চীন। শুধু নিয়ম ও প্রক্রিয়া নিয়ে কথা বলছে। তিনি আরও করেন, ভারত সম্ভবত এবছরই এনএসজি-তে অন্তর্ভুক্ত হবে।