ভারতের পুলিশ বলছে, কেরালা অঙ্গরাজ্যের পারাভুর এলাকায় পুটিঙ্গাল মন্দিরে এক অগ্নিকাণ্ডে ১শ জনের বেশী মানুষের মৃত্যু হয়েছে।
উৎসবের জন্য জড়ো করে রাখা আতশবাজির গাদায় বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ড শুরু হয়।
ঘটনাটি ঘটে রবিবার ভোর সাড়ে তিনটার দিকে।
স্থানীয় গণমাধ্যম বলছে হিন্দুদের নববর্ষ উৎসব উপলক্ষে এই আতশবাজি জড়ো করা হয়েছিল।
এই উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্ত এসে হাজির হয়েছিলেন।
অগ্নিকাণ্ডে মন্দির কমপ্লেক্সের একটি ভবন ধ্বসে পড়ার ফলেই বেশীরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছে।
বিস্ফোরণের ফলে এক কিলোমিটার দূরবর্তী ভবনগুলোও কেঁপে কেঁপে উঠেছে।
কেরালার স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ চেন্নিথালা বলেছেন, এই মন্দিরে প্রতি বছরই বার্ষিক আতশবাজি উৎসব হয়। আমরা আটকে পড়া মানুষজনকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।
পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বলছিলেন মি. চেন্নিথালা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে খবরে জানা যাচ্ছে।