ভারতে আবারও ‘মোদির’ সরকার

আবারও সরকার গঠন করবে বিজেপি নেতৃত্বাধীন জোট। দলগতভাবে আরো বেশি শক্তি অর্জন করেছে বিজেপি। বৃহস্পতিবার ছিল ভারতের লোকসভা নির্বাচনের গণনা। ৫৪৩ আসন বিশিষ্ট ভারতের লোকসভায় ভোট নেওয়া হয়েছে ৫৪২ আসনে। বিজেপির আসন সংখ্যা ৩৪৯ কংগ্রেসের আসন ৯১টি। এছাড়া, ১০২টি আসনে অন্যান্য দল এগিয়ে আছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ভোটের ফল পুরো ঘোষণার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করলেন। আগামীকাল শুক্রবার দলের পার্লামেন্টারি বোর্ডের সভা ডেকেছেন তিনি।

এরই মধ্যে টুইট করে দেশবাসীকে স্বাগত জানিয়েছেন মোদি। টুইটারে তিনি লিখেছেন, ‘সবার সাথে + সবার উন্নয়ন + সবার বিশ্বাস = বিজয়ী ভারত।

About স্টাফ রিপোর্টার

Check Also

সংবাদ সম্মেলনে এসে শান্তির বার্তা দিল তালেবান

বিশ্বকে চমকে দিয়ে অতি দ্রুত কাবুল দখল করে ফেলার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *