ভারতে মুক্তি পেল লকডাউনের গান

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ভারতজুড়ে লকডাউন চলছে। ভক্তদের উজ্জীবিত রাখতে ও মনোবল বাড়াতে নানাভাবে এগিয়ে আসছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এবার সংগীতসহ বিভিন্ন অঙ্গনের তারকারা একত্র হয়ে মুক্তি দিলেন লকডাউনের গান ‘ফির তেরা টাইম আয়েগা’।

গানে কণ্ঠ দিয়েছেন হরিহরণসহ অনেকে। এতে আরো কণ্ঠ দিয়েছেন প্লেব্যাক শিল্পী রূপকুমার রাঠোর ও সোনালি রাঠোর, মিকা সিং, নীতি মোহন ও ইশান দত্ত। সঙ্গে ছিলেন বিখ্যাত শেফ রণবীর ব্রার, সঞ্জীব কাপুর, কপিল শর্মাসহ অনেকে।

গানের কথা লিখেছেন বিনোদন নায়ার ও সুর করেছেন হরিহরণ, তাঁর ছেলে অক্ষয় হরিহরণ ও ইমানুয়েল বার্লিন।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রঞ্জীব কাপুর, করণ হরিহরণ ও বিনোদ জি নায়ার। হরিহরণের নেতৃত্বে এই টিমের নাম দেওয়া হয়েছে দ্য সারভাইরালিস্টস। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *