ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, শিগগিরই নোয়াখালীর ভাসানচর দ্বীপে প্রাথমিকভাবে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। ভাসানচরের অবকাঠামো নির্মাণের কাজ শেষ পর্যায়ে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় না দিতেন, তাহলে সারা বিশ্বে তা লজ্জার কারণ হতো। তাদের আশ্রয় না দিলে মিয়ানমারে বিশ্বের মধ্যে অন্যতম তৃতীয় গণহত্যা ঘটত। সাত থেকে আট লাখ মানুষকে মেরে ফেলা হতো। প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়ে পৃথিবীর সব নেতার মুখ উজ্জ্বল করেছেন।

আজ শুক্রবার ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

About স্টাফ রিপোর্টার

Check Also

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *