ভিডিওকলেই দেখতে হলো বাবার শেষ মুখ :সানা সাঈদ

ভারতে চলছে লকডাউন। ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির সেই ছোট্ট অঞ্জলির জীবনে আরও কঠিন ঘটনা ঘটে গেল।

শিশুশিল্পী অঞ্জলির বাস্তব নাম সানা সাঈদ৷ সম্প্রতি চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলসে আছেন এখন। ২২ মার্চ জনতা কার্ফুর দিন মুম্বাইয়ে তার বাবা আব্দুল আহাদ সাঈদ মারা যান। কিন্তু লকডাউনের কারণে বাবার কাছে ফিরতে পারেননি তিনি। বহুবার অনুরোধ সত্ত্বেও তাকে ফেরার অনুমতি দেওয়া হয়নি। বাবাকে শেষবারের জন্যও দেখতে পারলেন না। বাধ্য হয়েই বাবাকে ভিডিওকলে দেখেছেন তিনি। ভিডিওতেই দিয়েছেন বিদায়।

জানা গেছে, সানার বাবা ডায়বেটিক রোগী ছিলেন। মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে তার।

সানা সাঈদ অভিনেত্রী এবং মডেল, তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।

তিনি ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কুছ কুছ হোতা হ্যায় চলচ্চিত্রে একজন শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছেন এবং পরবর্তীতে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত হার দিল যো প্যায়ার কারেগা এবং বাদল নামক চলচ্চিত্রে তাঁর কাজ অব্যাহত রেখেছিলেন।

২০১২ সালে, করণ জোহর দ্বারা পরিচালিত জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র স্টুডেন্ট অব দ্য ইয়ার-এ প্রাপ্তবয়স্ক হিসাবে পর্দায় তাঁর অভিষেক করেন।

About স্টাফ রিপোর্টার

Check Also

কাশিমপুর কারাগারে পরীমণি

আলোচিত নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এ সময় তাঁকে দেখতে কারাফটকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *