ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানির জন্য আজ সোমবার সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত সমূহে প্রস্তুতি সম্পন্ন করা হয়। দায়রা জজ আদালতও শুনানির প্রস্তুতি গ্রহণ করেছেন। গতকাল রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত শুনানি গ্রহণের প্রস্তুতি নিতে শুরু করে।
তবে এসব আদালতে আপাতত শুধুমাত্র হাজতে থাকা আসামিদের জামিন শুনানি গ্রহণ করা হবে। কোনো আসামির আত্মসমর্পণ বা মামলার সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক, রায় এসব গ্রহণ করা হবে না। দেওয়ানি মামলার কোনো শুনানি হবে না।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেড় মাসেরও বেশি সময় ধরে আদালত ছুটি। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর নিম্ন আদালত সমূহে জামিন শুনানি গ্রহণের জন্য নির্দেশনা জারি করেন।
এর আগে গত শনিবার শনিবার (৯ মে) আদালতে তথ্য প্রযুক্ত ব্যবহার অধ্যাদেশ-২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ফলে ভিডিও কনফারেন্সসহ ভার্চুয়াল মাধ্যমে আদালত পরিচালনার পথ খুলে যায়। এতে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় প্রদানকালে বিভিন্ন পক্ষেও প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে পারবেন।