ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে প্রতারণা, আটক ৯

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিকুঞ্জে ভুয়া ট্রাভেলস এজেন্সি ও প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে সিআইডি। জাল ভিসা ও স্মার্ট কার্ডসহ ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে কুয়েতসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সেবা ট্রাভেলস এজেন্সি নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয। এসময় তাদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট, বিভিন্ন দেশের ১০টি জাল ডিমান্ড লেটার, জাল ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এবং যাত্রীদের কাছ থেকে নেয়া প্রায় ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

সিআইডির পুলিশ সুপার বলেন, ‘বিভিন্ন জেলায় তাদের এজেন্টও আছে। তাদের মাধ্যমে ফুসলিয়ে লোকজনকে নিয়ে আসে। আনার পর কিছুদিন টাকা-পয়সা নেয়, তাদের মেডিকেল করায়, ভুয়া ভিসা দেখায়, ফলস ইমিগ্রেশন কার্ড তৈরি করে। কিছুদিন ঘোরাঘুরি করার পর যখন লোকগুলো যেতে পারে না, যখন তারা চাপ দিতে থাকে, তখন তারা অফিসটা চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যায়।’

About স্টাফ রিপোর্টার

Check Also

বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দুর্নীতির দায়ে বরিশাল সিটি করপোরেশনের ১২ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *