আজ শুক্রবার লিবিয়া ও গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে দুটি ডুবন্ত নৌযান থেকে ১০৭ মৃতদেহসহ ৩৪৫ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সকালে ইতালি ও গ্রিসের কোস্টগার্ড মৃতদেহ এবং জীবিতদের উদ্ধার করে।
দুটি বড় মাছ ধরার নৌকায় করে কমপক্ষে ৯০০ অভিবাসীকে বহন করা হচ্ছিল। কিন্তু ক্রিটের উপকূলে ঝড়ো হাওয়ায় দুটি নৌযান ডুবে যায়। ডোবার সময় নৌকা দুটির অবস্থান ছিল গ্রিসের উপকূল থেকে ৭৫ মাইল দক্ষিণে।
এদিকে বিবিসি জানিয়েছে আজ সকালে পাঁচটি বাণিজ্যিক জাহাজ, দুটি কোস্টগার্ড এবং গ্রিস বিমানবাহিনীর একটি বিমান এই ‘বিপুল সংখ্যক’ অভিবাসীকে উদ্ধারে সাহায্য করে।
ইউএনএইচসিআর শঙ্কা প্রকাশ করে বলেছে, নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। তবে শরণার্থীদের দাবি, এখনো নিখোঁজ রয়েছে অনেক মানুষ।