মঙ্গলবার ভোরে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল প্রায় ৫.৭। কয়েক সেকেন্ড মাত্র স্থায়ী হয় সেই ভূমিকম্প কিন্তু তাতেই আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা।
লুলিয়া তাঁর ইন্সটাগ্রামে লেখেন, মঙ্গলবার সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন মনে হল কে যেন আমায় নাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমি ইন্দোনেশিয়ায় রয়েছি। নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছি। ভয় নেই, আমি ঠিক আছি। ইন্সটাগ্রামে এমনটাই জানালেন সালমানের বান্ধবী রোমানিয়ান মডেল-অভিনেত্রী লুলিয়া ভান্তুর।
সেইসঙ্গে তিনি আরও জানান, ভগবানকে অশেষ ধন্যবাদ। সকলেই সুস্থ আছেন। সত্যিই জীবন কত বৈচিত্র্যময়। তবে আমি এখানে যে ফটোশ্যুটের জন্য এসেছিলাম তা খুব ভালো হয়েছে। আর ইন্দোনেশিয়া আমার খুব প্রিয় একটি জায়গা।