অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে করোনা ভাইরাস পজেটিভ পাওয়ার পর শাখাটি লকডাউন করা হয়েছে। সর্বশেষ তিনি গত রোববার অফিস করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকার মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই শাখাটি লকডাউন করা হয়েছে। ব্যাংকটির সদর দপ্তরের নিচ তলায় প্রিন্সিপাল শাখার অবস্থান।
বুধবার সকাল ১১টায় একজন সিনিয়র অফিসার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে শাখাটি লকডাউন করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখা হচ্ছে।
ওই ব্যাংক কর্মকর্তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তার বাবাও একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ ব্যাংক কর্মকর্তা।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বিভিন্ন এলাকা লকডাউন করা হচ্ছে। লকডাউন এলাকায় আওতাভুক্ত শাখাগুলো জনস্বার্থে বন্ধ করে দেয়া হচ্ছে। বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ ধরনের নির্দেশনা দেয়া হচ্ছে।