যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামী নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিনের দ্বিতীয় স্ত্রী নূর সালমানের বিরুদ্ধে হামলায় সহযোগিতার অভিযোগ আনা হতে পারে।
বিষয়টি তদন্তের জন্য একটি গ্রান্ড জুরি গঠনের আহ্বান জানিয়েছেন সরকারি আইনজীবীরা। অরল্যান্ডোতে সমকামী লাইট ক্লাবে হামলার কথা আগেই জানতেন মতিনের দ্বিতীয় স্ত্রী নূর সালমান। পুলিশের কাছে তিনি এ কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেছেন, স্বামীকে ফেরাতে তিনি চেষ্টা করেছিলেন। পুলিশের কাছে এমন জবানবন্দি দেওয়ার পর প্রসিকিউশন তার বিরুদ্ধে তদন্তে গ্রান্ড জুরি গঠনের আহ্বান জানিয়েছে।