মধ্যপ্রাচ্যে ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার (২২ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে।

সেই হিসাবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আজ সোমবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছেন, আগামী ৩১ জুলাই দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

এছাড়া জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সেই হিসেব আরবি নতুন বছর শুরু হবে ২৩ আগস্ট থেকে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শাহাদাৎ বার্ষিকী অর্থাৎ ১২ রবিউল আউয়াল হবে চলতি বছরের ২৯ অক্টোবর।

About স্টাফ রিপোর্টার

Check Also

ঢাকায় চালু হচ্ছে ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক সেবা। রাজধানীর প্রায় ২০০টি স্থানে এ সেবা পাওয়া যাবে।এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *