মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে উপার্জন কমে যাওয়া পরিবারগুলোতে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবারহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
সিএমপি কমিশনার বলেন, গরিব লোকজনকে অনেকে সহায়তা করে। কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলোর সমস্যা থাকলেও লজ্জা ও সম্মানের কথা চিন্তা করে কাউকে সমস্যার কথা বলতে পারে না। এ চিন্তা করেই উদ্যোগটি নেয়া হয়েছে। যে কেউ ফোন করে পুলিশের কাছে সহায়তা চাইতে পারে। এক্ষেত্রে তাদের পরিচয় গোপন রাখা হবে।
ইতিমধ্যে এ বিষয়ে নগরের ১৬ থানার ওসিকে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। সহযোগিতা পৌঁছে দিয়ে যাতে কোন ছবি তোলা বা নাম ঠিকানা সংগ্রহ করা না হয় সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানা যায়, মোবাইলে ফোন কিংবা এসএমএস করে সহায়তা চাইতে পারে। তথ্য পাওয়ার সাথে সাথে খাদ্যসামগ্রী নিয়ে পৌছে যাবে সাদা পোশাকের পুলিশ সদস্যরা। অথবা সাহায্য গ্রহণকারীর সুবিধা মত জায়গায় পৌঁছে দেয়া হবে খাদ্যসামগ্রী।
সিএমপি হট হটলাইন: ০১ ৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০